Shopping Cart

সিহাহ্ সিত্তার বা হাদীসের বিশুদ্ধছয়খানা কিতাব সম্পর্কে

সিহাহ্ সিত্তার বা হাদীসের বিশুদ্ধছয়খানা কিতাব সম্পর্কে

সিহাহ্ সিত্তার

সিহাহ্ সিত্তার বা হাদীসের বিশুদ্ধ ছয়খানা কিতাব সম্পর্কে

সিহাহ সিত্তাহ বই গুলো একটি একটি করে বা একত্রে ক্রয় করতে এখানে ক্লিক করুন।

আমাদের দেশে বাংলা ভাষায় হাদীস অনুবাদের কাজ যদিও বহু পূর্বেই শুরু হয়েছে তবুও বাংলা ভাষায় হাদীস চর্চায় আমরা পিছিয়ে । ফলে এখনও আমরা সহীহ হাদীস বাদ দিয়ে হাদীসের ব্যাপারে অশিক্ষিত অনভিজ্ঞ নামধারী কতিপয় আলিমদের মনগড়া ফাতাওয়ার উপর আমল করতে গিয়ে আমাদের আমলের ক্ষতি সাধন করছি । আর সাথে সাথে সহীহ হাদীস থেকে দূরে সরে গিয়ে আমরা তাকলীদের/পীরতন্ত্রএর পথে পা বাড়াতে বাধ্য হচ্ছি ।

সিহাহ্ সিত্তার বা বিশুদ্ধ ৬টি গ্রন্থের মধ্যে বুখারী ও মুসলিম সবচেয়ে বিশুদ্ধ যার ১টি হাদিস ও কেউ প্রমান করতে পারে নাই যেটি কুরআনের সাথে অসঙ্গতিপূর্ণ। যার কারনে মানুষ এ ২টি গ্রন্থ খতম দেয় সোয়াব এর আসায়(যদিও এটা বিদাত ও গোনাহের কাজ)।

সিয়াহ সিত্তার বা বিশুদ্ধ ৬টি গ্রন্থের মধ্যে বুখারী ও মুসলিম ব্যাতিত বাকি ৪টি গ্রন্থেই কম/বেশি কিছু যইফ্(দুর্বল)+ মাওযূ(জাল) লক্ষ্য করা জায়।

সুতরাং কুরআন এর সাথে সাঙ্ঘরসিক/অসঙ্গতিপূর্ণ কোন হাদিস পেলেই ধরে নিবেন হাদিসটি যইফ্(দুর্বল) হাদিস অথবা মাওযূ। এখেত্রে আপনারা অসঙ্গতিপূর্ণ অংশটুকু বাদ দিয়ে বাকিটুকু গ্রহণ করবেন, মাওযূ(জাল) হলে অবশ্যই বর্জনীয়। ঈনশাআল্লাহ উপকৃত হবেন।

সিহাহ সিত্তাহ কি বা কাকে বলে? হাদিস গ্রন্থ কয়টি কি কি?

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর কথা, কাজ, বাণী ও মৌনসম্মতিকে হাদিস বলে। রাসূল (সাঃ) এর জীবদ্দশায় হাদিস সংকলন করা নিষিদ্ধ ছিল। তাই রাসূল (সাঃ) এর শেষ জীবন ও পরবর্তী সময়ে হাদিস সংকলন শুরু হয়। আর সেই সংকলনের বিশুদ্ধতম ৬ টি হাদিস গ্রন্থই হলো সিহাহ সিত্তাহ।

সিহাহ সিত্তাহ এর পরিচয়

সহিহ আরবি শব্দ। যার বহুবচন হলো সিহাহ। সিহাহ অর্থ হলো বিশুদ্ধ, নির্ভুল। আর সিত্তা অর্থ হলো ছয়। অর্থাৎ, শব্দ দুটির অর্থ হলো বিশুদ্ধ ছয়খানা অর্থাৎ, হাদিসের ছয়টি বিশুদ্ধ গ্রন্থ।

হাদীসের প্রধান ৬ টি গ্রন্থকে একত্রে সিহাহ সিত্তাহ বলা হয়। এটি দ্বারা “নির্ভুল ৬” বুঝানো হয়।

ইসলামী শরিয়তের পরিভাষায়, “হিজরী ৩য় শতাব্দীতে হাদিস গ্রন্থের যে ৬ টি বিশুদ্ধ গ্রন্থ সংকলন করা হয় তাই সিহাহ সিত্তাহ।

জমহুর মুহাদ্দিসিন-ই-কিরামের মতে, “হাদিস শাস্ত্রের বিশুদ্ধতম ৬ টি সংকলনকে একত্রে সিহাহ সিত্তাহ বলে।”

মুহাদ্দিসগণ বলেন, “হাদিস শাস্ত্রে যে ৬ খানি সংকলনের বিশুদ্ধতা ও প্রমাণের ব্যাপারে সর্বজন বিদিত ও স্বীকৃত তাই সিহাহ সিত্তাহ।”

এ গ্রন্থগুলো নবী (সাঃ) এর মৃত্যুর ২০০ বছর পর ৬ জন সংগ্রহকারীর দ্বারা সংগৃহীত হয়েছে।

সিহাহ সিত্তাহ গ্রন্থ এর সংকলক

সিহাহ সিত্তাহ গ্রন্থ ৬ টি। এগুলো হলো –

গ্রন্থের নাম          সংকলকের নাম               হাদিসের সংখ্যা

সহিহুল বুখারি    আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী           ৭২৭৫ টি

সহীহ মুসলিম    আবুল হুসাইন মুসলিম ইবনে হাজ্জাজ ইবনে মুসলিম       ৯২০০ টি

জামিউত তিরমিজী         আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত তিরমিজী       ৩৬০৮ টি

সুনানে আল নাসাঈ         আবু আব্দুর রহমান আহমদ ইবনে আলী ইবনে শোয়াইব  ৫৭৫৮ টি

সুনানে আবু দাউদ           আবু দাউদ সুলাইমান ইবনে আস আম    ৫১৮৪ টি

সুনানে ইবনে মাজাহ       আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়াযিদ ইবনে মাজাহ           ৪৩৪১ টি

সিহাহ সিত্তাহ বই গুলো একটি একটি করে বা একত্রে ক্রয় করতে এখানে ক্লিক করুন।

Related Articles